লন্ডন মহানগর বিএনপির ওয়েব সাইট উদ্বোধন।
লন্ডন মহানগর বিএনপির ওয়েব সাইট উদ্বোধন করেছেন যুক্তরাজ্য সভাপতি এম এ মালিক ও সাধারণ সস্পাদক কয়ছর এম আহমদ
এখন থেকে বিএনপি’র যাবতীয় খবর এই ওয়েবসাইটঃ www.londonmohanagarbnp.org থেকে পাওয়া যাবে।
ফেসবুকে https://www.facebook.com/LondonMohanagarBNP/ থেকেও এই ওয়েবসাইট দেখা যাবে ।
লন্ডন মহানগর বিএনপির ওয়েব সাইট উদ্বোধন করেছেন যুক্তরাজ্য সভাপতি এম এ মালিক ও সাধারণ সস্পাদক কয়ছর এম আহমদ।এখন থেকে বিএনপি'র যাবতীয় খবর এই ওয়েবসাইটঃ www.londonmohanagarbnp.org থেকে পাওয়া যাবে।বিএনপির একজন নগণ্য কর্মী হিসেবে দলের জন্য ক্ষুদ্রতম অবদান রাখতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশ দলের জন্য কাজ করলে – মুক্তিযুদ্ধ বিরোধী, খুনি, বর্বর অবৈধ আওয়ামী সরকার বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বিতাড়িত হবে – মানুষ ফিরে পাবে ভোট ও কথা বলার স্বাধীনতা। মুক্তি পাবে দেশ মাতা, গণতন্ত্রের মা "খালেদা জিয়া" – দেশে ফিরে দেশের মানুষের সেবা করতে পারবেন তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান। আসুন ৩০ শে ডিসেম্বর সারাদিন ধানের শীষে ভোট দিয়ে – দ্বিতীয় মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করি।
Posted by Raj Masud Forhad on Wednesday, 19 December 2018