অস্ত্র আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ওয়াহেদুন নবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
দুদিনের রিমান্ড শেষে মঙ্গলবার আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এ বিষয়ে আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, আবুল আরাফাত আমির নামের ব্যক্তি ও আবদুল্লাহ আলী জাবিদ তাদের ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর এবং উসকানিমূলক তথ্য ফেসবুকে ভাইরাল করছে। পুলিশ তাদের রাজধানীর শ্যামলীর একটি হোটেল থেকে ২০ ডিসেম্বর রাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের সাইবার উপদেষ্টা হলেন ওয়াহেদুন নবী। ওয়াহেদুন নবীকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস মিয়া আসামির জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২২ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার এসআই মতলুবুল আলম ওয়াহেদুন নবীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান। আদালত তখন শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।