কক্সবাজারের অধিকাংশ কেন্দ্রে রাতেই নেয়া হয়েছে ভোট

ভোট কেন্দ্রে অপেক্ষামান ভোটারদের বিজিবি সদস্যরা বলেন, আপনারা ঘরে চলে যান’ ঝামেলা করবেন না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সকাল আটায় উৎসাহ উদ্দীপনা সহকারে ভোট দেয়া শুরু হলেও সকাল সাড়ে নয়টা থেকে কক্সবাজার শহরের বিভিন্ন ভোট কেন্দ্রে ছাত্রলীগ যুবলীগ কর্মীরা ঝামেলা শুরু করে।

হাশেমিয়া মাদরাসা কেন্দ্রে দেখা গেছে, ছাত্রলীগ যুবলীগের একটি মিছিল ভোট দেয়ার জন্য লাইনে দাড়ানো শত শত নারী পুরুষকে সরিয়ে দেয়। কেন্দ্রের ভেতরে থাকা ভোটারদেরও বের করে দেয়া হয়। এসময় শত শত নারী পুরুষ কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে থাকে।
দেখাগেছে এসময় দুই গাড়ি বিজিবি সদস্য সেখানে উপস্থিত হলে অপেক্ষামান নারী পুরুষকে মাইকে ঘোষনা দিয়ে বলতে শুনাযায় ‘আপনারা ঘরে চলে যান’।
এদিকে রাতেই কক্সবাজার, টেকনাফ, চকরিয়া, রামু ও মহেশখালী-কুতুবদিয়ার ভোট কেন্দ্র সমুহে রাতেই ব্যালট পেপারে নৌকার সীল মেরে বাক্স বর্তি করা হয়েছে বলে জানাগেছে।
এদিকে শহরের কয়েকটি কেন্দ্রে ভোটার দেখাগেলেও অধিকাংশ কেন্দ্রে কান ভোটার নেই। ফাঁকা ও বয়ে ভোটার শূন্য। বেশ কিছু কন্দ্র থেকে মার ধর করে দানের শীষের এজেন্ট বের করে দেয়া হয়েছে।