একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুয়া ভোটে ভুয়া নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেছেন, ‘ভুয়া বিজয়’ নিশ্চিত করার জন্য ৩-৪ ধরনের প্রহসন ও কারচুপির বলয় আগেই তৈরি করেছিল শাসক দল। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ন্যূনতম ভিত্তিকে এভাবে বলি দেয়া হবে। রোববার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে ভোট প্রদান শেষে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নির্বাচনের নামে যা হচ্ছে তা সম্পূর্ণভাবে একটি ‘ভুয়া নির্বাচন’। যাদেরকে এভাবে নির্বাচিত বলে ঘোষণা করা হবে তারা নিজেদেরকে কোনো মতেই জনগণের নির্বাচিত প্রতিনিধি বলে দাবি করতে পারবে না। জনগণ তাদেরকে ‘ভুয়া প্রতিনিধি’ বলেই বিবেচনা করবে। ভুয়া প্রতিনিধিদের নিয়ে গঠিত সংসদও ‘জনপ্রতিনিধিদের সংসদ’র মর্যাদা দাবি করতে পারবে না। সেটিকে জনগণ ‘ভুয়া সংসদ’ হিসেবেই গণ্য করবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ন্যূনতম ভিত্তিকে এভাবে বলি দেয়া হবে।