লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সস্পাদক আবেদ রাজা, সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরী এক বিবৃতিতে ভোট ডাকাতি প্রতিরোধের সময় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা এবং গভীর শোক প্রকাশ করেছেন।
তারা ভোট ডাকাতিকালে সাধারণ ভোটার ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও গুলি চালিয়েছে। বালাগঞ্জের আজিজপুর স্কুলে ভোট ডাকাতির সময় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা একযোগে ভোটারদের ওপর হামালা ও গুলি চালায়। তাদের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল। আমরা এ জঘন্য ও বর্বর হামলার তীব্র নিন্দা জানাই। এ প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি এবং এ হত্যাকান্ডের বিচার দাবি করছি। বিবৃতিতে নেতৃবৃন্দ শোক প্রকাশ করে নিহত সায়েমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।