লন্ডন বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে লন্ডন মহানগর বিএনপির অভিনন্দন

লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সস্পাদক আবেদ রাজা, ও সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরী এক বিবৃতিতে লন্ডন বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এমদাদুল হক চৌধুরী এমাদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়েরসহ নির্বাচিত সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন।নতুন কমিটির নেতৃত্বে বিলেতে বাংলা মিডিয়া আরো বিকাশ লাভ করবে এবং বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা আরো সম্প্রসারনের পাশাপাশি কমিউনিটির ইতিহাস, ঐতিহ্য এবং অগ্রযাত্রাকে দেশে বিদেশে তুলে ধরতে কার্যকর ভূমিকা পালন করবে। 

অভিনন্দন বার্তায় লন্ডন বাংলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃত্বে প্রবাসী সাংবাদিক সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে আশা প্রকাশ করেছেন।