লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সস্পাদক আবেদ রাজা, সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরী এক বিবৃতিতে ঢাকা চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ অন্তত: ৭৮ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হওয়ার মর্মন্তুত ঘটনায় গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।