বাংলাদেশের মিডনাইট নির্বাচনের আয়োজক সিইসি নূরুল হুদার যুক্তরাজ্যে আগমনের প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গসংগঠন লন্ডন মহানগর বিএনপির বিক্ষোভ
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়ে ৩০ ডিসেম্বর মিডনাইট নির্বাচনের আয়োজক সিইসি নূরুল হুদার যুক্তরাজ্যে আগমনের প্রতিবাদে, যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গসংগঠন লন্ডন মহানগর বিএনপি লন্ডনের কমনওয়েলথ সচিবালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচী পালন করেন।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক এম কয়সর আহমদ এই বিক্ষোভে নেতৃত্ব দেন।
যুক্তরাজ্য বিএনপির ডাকা এই বিক্ষোভ সফল করতে যোন দেন লন্ডন মহানগর শাখা বিএনপির নেতাকর্মীরা। কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সামনে ডেমোস্ট্রেশনে লন্ডন মহানগর বিএনপির খালেদ চৌধুরী,এম এ তাহের, তুহিন মোল্লা,তোফায়েল হোসেন মৃধা,নজরুল ইসলাম মাসুক,রুমেল আহমেদ,মোহাম্মদ শাহনেওয়াজ, দেলোয়ার হোসেন,ওমর গনি,সায়েক উদ্দিন, জামাল হোসেন,ইমরান হোসেন,রানা আহমেদ সোহেল,জামাল মিয়া, পটল মিয়া, মো: আশরাফুল আলম,মুজিবুর রহমান, কামরুন্নহার সাহানা,মো: সোহেল উদ্দিন সিকদার, মো: আকছার আহমদ, এনামুর রহমান এনু,কামরুল ইসলাম চেরাগ আহমদ,তুষার আহমেদ,সঞ্জয় কুমার সাহা, নাসির উদ্দিন,এহসানুল কবির, মোঃ আরিফ আহমেদ,গোলজার আহমদ,মো: ইকবাল হোসেন,নাসির উদ্দিন, রেজাউল করিম, সৈয়দ তারেক রশিদ, মোঃ রনি,আব্দুল কাইয়ুম,নজরুল ইসলাম দুলু, মোঃ শরিফুল ইসলাম, নাদির আহমদ, মো: সুমন মিয়া, এনামুল করিম জাহিদ, মোঃ রনি, মুস্তাকিন আলী, মো:মাহবুবুর রহমান, জয় আহমদ সহ আরও অনেক নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশীরা।
কমনওয়েলথ সেক্রেটারিয়েট কার্যাালয়ের এক সভায় যোগ দিতে সিইসি লন্ডনে আসেন। কে এম নুরুল হুদা ১২ জানুয়ারি বুধবার লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্য প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তিকরণ কর্মসূচি উদ্বোধন করার কথা।
যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণকে ভোট দেয়ার সুযোগ দেয়া হয়নি। আগের রাতেই প্রশাসনের কর্মকর্তারা ভোটের বাক্স ভর্তি করে রাখেন। ভোটের নামে এমন জঘণ্য প্রহসনের মূল হোতা হিসেবে কাজ করেছেন সিইসি কে এম নুরুল হুদা। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনেও একই কায়দায় আওয়ামী লীগের প্রার্থীদের জিতিয়ে দেয়া হয়েছে।
স্থানীয় সময় দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা নুরুল হুদাকে সিইসি’র পদ থেকে অতিস্বত্তর পদত্যাগের দাবি জানান।
স্বৈরাচারীনি হাসিনা ও তার পালিত নির্বাচন কমিশন সহ সকল অপরাধী ব্যক্তি, প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশ বিদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠন সমূহের এই আন্দোলন, বিক্ষোভ আগামীতেও অব্যাহাত থাকবে।