ময়নুল ইসলাম মন্জুর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লন্ডন মহানগর বিএনপি সিলেট জেলা যুবদল নেতা দক্ষিন সুরমা উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম মন্জুর কে আজ মোগলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে ডি বি পুলিশ।যুবনেতা ময়নুল ইসলাম মন্জুরকে গায়েবি মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লন্ডন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।বিএনপির এ নেতাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী নেত্রীবৃন্দ অবিলম্বে ময়নুল ইসলাম মন্জুর মুক্তি এবং নির্বাচনের সুষ্ট পরিবেশ বজায় রাখার আহবান জানান । উল্লেখ্য, ময়নুল ইসলাম মন্জুর নির্বাচনী কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার পথে মোগলা বাজার থেকে গ্রেফতার করা হয়।