লন্ডন মহানগর বিএনপির পক্ষ থেকে বিবৃতিঃ ৩০ ডিসেম্বর ধানের শীষের ভোট বিপ্লবে শরিক হোন

আজ এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি মো: তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবেদ রাজা সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী বলেন, দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে আসন্ন একাদশ নির্বাচনে ভয়কে জয় করে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ের মাসে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে হবে।

সারা বাংলাদেশর সবকটি আসনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে বিজয়ের মাধ্যমে এই জোয়ারের ধারাবাহিকতা রক্ষায় গণতন্ত্রকামী জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। জনতার রায় নিয়ে যে কোন ষড়যন্ত্র সম্মিলিতভাবে কঠোর হস্তে দমন করতে হবে।নেতৃবৃন্দ বলেন- তফসীল ঘোষনার পর থেকে নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের এজেন্ডা বাস্থবায়ন করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে। সারাদেশে শত শত নেতাকর্মীকে নিরপরাধ নেতাকর্মীদের গ্রেফতার করে কান্ত হয়নি তাদের ছত্র ছায়ায় দলীয় প্রাথীদের রক্তাক্ত করা হয়েছে। সকল জুলুম ও নিপীড়ন উপেক্ষা বি অন পি তথা ঐক্যফ্রট জনগণের ভালবাসা নিয়ে নির্বাচনের মাঠে ঠিকে আছি। ইনশাআল্লাহ ৩০ ডিসেম্বর ধানের শীষের বিজয়ের মাধ্যমে সারাদেশে সহ সিলেটবাসী সকল জুলুম-নিপীড়নের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে।