চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের প্রতি লন্ডন মহানগর বিএনপির শোক প্রকাশ

লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সস্পাদক আবেদ রাজা, সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরী এক বিবৃতিতে ঢাকা চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ অন্তত: ৭৮ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হওয়ার মর্মন্তুত ঘটনায় গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।