সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন
লন্ডন মহানগর বিএনপি কার্যনির্বাহী কমিটির সিদ্বান্তক্রমে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করে মানবতাহীন অবৈধ সরকার পতন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন বেগবান করার লক্ষ্যে নিন্ম লিখিত নেতৃবৃন্দকে লন্ডন মহানগর বিএনপি কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো :
নুরুল ইসলাম মধু মিয়া ,কাজী মুনীর হাসান , নজরুল ইসলাম , মোঃ মহি উদ্দিন দেওয়ান সাব্বির , মোঃ তোফায়েল আহমদ , মোঃ আশরাফুল আলম , মোঃ রিফাত হোসেন চৌধুরী, মোঃ হেদায়েতুল ইসলাম , আবদুল্লাহ সিদ্দিকী , কামরুন ইসলাম , আহমেদ শওকত রানা রাজু , জাহিদুল ইসলাম , মোঃ নজরুল ইসলাম , সৈয়দা রাহাত আফজা , সঞ্জয় কুমার সাহা , মোঃ সুহেল উদ্দিন শিকদার , মোঃ আশরাফুল ইসলাম সুমন , মোঃ ফয়ছল আহমদ রনি, কাজী ওয়াহিদুজ্জামান, আমিন মিয়া , সাইদ সারোয়ার টিটু , মোঃ তানজিনা চৌধুরী, মোঃ সারোয়ার হোসেন , মোঃ তারেক উদ্দিন
অনেকই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কমিটির সবাই কে স্বাগত জানিয়ে বারতা দিয়েছেন ।লন্ডন মহানগর বিএনপি সভাপতি তাজুল ইসলাম , সাধারণ সম্পাদক আবেদ রাজা এবং সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী এক বর্তায় বলেন, ‘’স্বাগত জানাই লন্ডন মহানগর বিএনপিতে
নব্য-অন্তৰ্ভুক্ত কার্যকরী কমিটির সদস্যদের এবং সেই সাথে আশা করছি গণতন্ত্র পুনরুদ্ধার-সহ সকল ধরণের হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার।